১৫ মাস ধরে বেতন না পেয়ে পেটের দায়ে অটো চালাচ্ছেন ব্যাঙ্গালুরুর চাইল্ড হেলথ আফিসার

টিডিএন বাংলা ডেস্ক: বেতন না পেয়ে দীর্ঘ ২৪ বছরের সরকারি চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ৫৩ বছর বয়সী স্বাস্থ্য এবং পরিবার মন্ত্রকের অধীনে চাইল্ড হেলথ অফিসার পদে কর্মরত রবীন্দ্রনাথ এমএইচ। বিগত ১৫ মাস ধরে বেতন পাননি বল্লারি জেলায় কর্মরত ওই চাইল্ড হেলথ আফিসার। প্রথম প্রথম সঞ্চিত অর্থ দিয়ে ঘর চললেও পরে আয় না থাকায় বাধ্য হয়েই রুটিরুজির জন্য দাভানগর এলাকায় অটো চালাচ্ছেন তিনি।

এই দুর্দশার কারণ জিজ্ঞাসা করলে রবীন্দ্রনাথ বাবু দায়ী করেছেন এক আইএএস অফিসারকে। রবীন্দ্রনাথ বাবুর দাবি ২০১৮ সালে একজন আইএএস অফিসারকে অন্যত্র পোস্টিং পাওয়ার ক্ষেত্রে সাহায্য করেননি তিনি। তারপরে ওই অফিসার ছুটে যান রবীন্দ্রনাথ বাবুর উপর। বন্ধ হয়ে যায় তার বেতন। রবীন্দ্রনাথ বাবুর অভিযোগ ওই আইএএস অফিসার পরে বল্লারী জেলা পঞ্চায়েতের সিইও হিসেবে কার্যভার গ্রহণ করেন। তখন থেকেই পুরনো রাগের শোধ তুলতে শুরু করেন।

রবীন্দ্রনাথ বাবুর অভিযোগ তাঁকে চক্রান্ত করে দোষী সাব্যস্ত করে কাজ থেকে বরখাস্ত করা হয়েছে। তিনি বলেন,”স্বাস্থ্যকর্মীদের নিয়োগ নিয়ে ওরা একটি প্রযুক্তিগত ত্রুটি বের করে, আমি কোনওভাবেই সেই ভুলের জন্য দায়ী ছিলাম না, তা প্রমাণও করি, কিন্তু তাও গতবছর জুন মাসের ৬ তারিখ আমায় কাজ থেকে বরখাস্ত করা হয়। এই ঘটনার ৪ দিন বাদে আমি কর্ণাটক অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুন্যালে আবেদন করি এবং সেখানে আমায় পুনরায় বহাল করার রায় দেওয়া হয়। কিন্তু তা করা হয়নি।” 

এই ঘটনার কথা জানতে পেরে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জাভেদ আখতার প্রয়োজনীয় পদক্ষেপ নেবার আশ্বাস দিয়েছেন।