দেশ
ভোটের আগে এনডিএ জোটে ফাটল, বিহারে একাই লড়াই করবে লোক জনশক্তি পার্টি
টিডিএন বাংলা ডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ জোটে ফাটল। বিহারে একাই লড়াই করবে লোক জনশক্তি পার্টি। এমনটাই সিদ্ধান্ত নিলেন রাম বিলাস পাসোয়ানের ছেলে চিরাগ পাসোয়ান। রবিবার দলের এক বৈঠকের পর বিবৃতিতে জানানো হয়েছে, ‘জেডিইউর সঙ্গে রাজ্য স্তরে আদর্শগত পার্থক্য থাকায় এলজেপি সিদ্ধান্ত নিয়েছে বিহারের নির্বাচনে একাই লড়বে। প্রথমে বিহার, প্রথমে বিহারি, এই স্লোগানকেই এগিয়ে নিয়ে যাবে এলজেপি। জেডিইউর সঙ্গে মতাদর্শগত তফাত হচ্ছিল অনেকগুলি আসনে। ভোটারদের অধিকার দেওয়া উচিত ছিল প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে। এলজেপি চেয়েছিল বিহারকে বেশি গুরুত্ব দিতে। কিন্তু এই বিষয়ে দুটি দল এক মত হতে পারেনি।