HighlightNewsরাজ্য

উইকএন্ডে ফের বৃষ্টির পূর্বাভাস

টিডিএন বাংলা ডেস্ক : দক্ষিণবঙ্গের বাতাসে নতুন করে জলীয়বাষ্প ঢুকে পড়েছে। এরফলে রবিবার পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি সপ্তাহান্তে তাপমাত্রা বেশ কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই ফের ঘনিয়ে উঠেছে একটি নিম্নচাপ অক্ষরেখা। এর ফলে আরও একবার বাধার মুখে পড়তে চলেছে উত্তর-পূর্বের ঠাণ্ডা বাতাস। ঠাণ্ডার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল পশ্চিমী ঝঞ্ঝাও। বঙ্গোপসাগরে বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার জন্য রবি ও সোমবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। এই নিম্নচাপ অক্ষরেখার সম্ভাব্য অভিমুখ তামিলনাড়ু-অন্ধপ্রদেশ উপকূল। বাংলা থেকে অনেকটা দূরে থাকলেও, এর ভালো রকম প্রভাব পড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।

এর পাশাপাশি চলতি সপ্তাহে আরব সাগরের একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করবে। এরজেরে দেশের পশ্চিম প্রান্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গ মেঘলা স্যাঁতসেঁতে পরিবেশ থাকলেও মেঘমুক্ত থাকবে উত্তরবঙ্গ।

Related Articles

Back to top button
error: