উমর খালিদকে মুক্ত করার দাবি নিয়ে সরব হলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর
টিডিএন বাংলা ডেস্ক: উমর খালিদকে দিল্লি দাঙ্গার অন্যতম ষড়যন্ত্রকারী হওয়ার অভিযোগে রবিবার, গভীর রাতে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নেতা উমর খালিদকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চের তরফে বলা হয়েছে, দিল্লি দাঙ্গার অন্যতম অভিযুক্ত আম আদমি পার্টির কাউন্সিলর তাহির হুসেনের সঙ্গে প্রত্যক্ষ যোগ ছিল উমর খালিদের। দু’জনে মিলে শলাপরামর্শ করে হিংসাকে আরও বাড়াতে ভূমিকা নিয়েছিলেন। এই ঘটনার প্রতিবাদে একে একে সরব হয়েছেন সমাজের সর্বস্তরের বিশিষ্ট মানুষেরা। সেই তালিকায় বাদ যাননি বলিউডের সাহসী অভিনেত্রী স্বরা ভাস্কর।
প্রায়শই প্রতিবাদী মন্তব্যের জন্য খবরের শিরোনামে থাকেন স্বরা ভাস্কর। এর আগে ডক্টর কাফিল খান এর মুক্তির দাবীতে সোচ্চার হয়েছিলেন তিনি। এবার ছাত্রনেতা ওমর খালিদের গ্রেফতারির বিরুদ্ধে নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে প্রতিবাদ জানালেন বলিউডের এই সাহসী অভিনেত্রী। তিনি এদিন একটি টুইটে হ্যাশট্যাগ স্ট্যান্ড উইথ উমর খালিদ এবং হ্যাশট্যাগ ফ্রী উমর খালিদ লিখে দিল্লি পুলিশের পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানান।