টিডিএন বাংলা ডেস্ক: প্রধানমন্ত্রীকে প্রচারে নিয়ে আসুন, দেখবো আপনারা কটি আসনে জিততে পারেন। গ্রেটার হায়দরাবাদ পুরসভার ভোটে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি নেতাদের চ্যালেঞ্জ ছুড়লেন অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান তথা সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি। তেলঙ্গানার রাজধানী শহরে এক জনসভায় তিনি বিজেপি নেতাদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রচারে নিয়ে আসুন। দেখব আপনারা ক’টি আসনে জিততে পারেন।’ তিনি বলেন, পুরভোটে বিজেপি উন্নয়নের কথা বলছে না। অথচ হায়দরাবাদ এখন উন্নত শহরে পরিণত হয়েছে। বিজেপি তাকে ধ্বংস করতে চায়।