দেশ

একটি ভিডিওর ভিত্তিতে তদন্ত শেষ করতে পারছি না: লখিমপুর খেরির ঘটনা নিয়ে পুলিশ

টিডিএন বাংলা ডেস্ক :  লখিমপুর ইস্যুতে সিনিয়র পুলিশ অফিসার এস এন সাবাত বুধবার বলেছেন যে একটি ভিডিওর ভিত্তিতে পুলিশ কিছুই বলতে পারে না এবং লখিমপুর খেরির ঘটনায় আরও প্রমাণের তদন্ত চলছে বলে জানায় পুলিশ প্রতিনিধি।

“ভাইরাল ভিডিওটি ঘটনার প্রমাণ হিসেবে প্রমাণিত হতে পারে কিন্তু শুধুমাত্র একটি ভিডিও দেখে আমরা কোন সিদ্ধান্তে পৌঁছতে পারছি না,” একটি ভিডিওতে কৃষকদের উপর দিয়ে গাড়ি চালানো হচ্ছে বিষয়ে প্রশ্ন করলে মি. সাবাত জানান। সংবামাধ্যমকে এডিজি চলমান তদন্ত সম্পর্কিত প্রশ্নের উত্তর করতে অস্বীকার করেছেন।

সংযুক্ত কিষাণ মোর্চার অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশীষ মিশ্র টেনী হেলিপ্যাডে তাদের বিক্ষোভ থেকে ছত্রভঙ্গ হয়ে যাওয়ার সময় তিনটি গাড়ি নিয়ে আসেন, কৃষকরা এবং শেষের দিকে এসকেএম নেতা তাজিন্দর সিংহ বির্ক কে সরাসরি আক্রমণ করে, তার উপর একটি গাড়ি চালানোর চেষ্টা করে।

আশীষ মিশ্র সংযুক্ত কিষাণ মোর্চা-এর অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনাটি যেখানে ঘটেছিল সেখানে তিনি উপস্থিত ছিলেন না।
রবিবার লখিমপুর খেরির এই ঘটনায় আট জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ।

মন্ত্রি অজয় মিশ্র টেনি আরও বলেন যে তাঁর ছেলে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না, তিনি আরও বলেন যে কিছু লোক প্রতিবাদী কৃষকদের সাথে মিশেছিল এবং গাড়িতে পাথর ছুঁড়েছিল যা ‘দুর্ভাগ্যজনক ঘটনা’ ঘটায়।

Related Articles

Back to top button
error: