মাত্র ৪০ আসন পেয়ে মুখ্যমন্ত্রী? বিকল্প খুঁজবে বিহারের মানুষ: তোপ আরজেডি নেতার

টিডিএন বাংলা ডেস্ক: মাত্র ৪০ আসন পেয়ে মুখ্যমন্ত্রী? খুব দ্রুত বিকল্প খুঁজবে বিহারের মানুষ। এনডিএ’তে মুখ্যমন্ত্রী হিসাবে নীতিশ কুমারের নাম ঘোষণা হতেই ঠিক এভাবেই তোপ দিলেন আরজেডি নেতা মনোজ কুমার ঝা। তিনি বলেন, ‘একজন মাত্র ৪০ আসন নিয়ে কীভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারেন!মানুষ নীতীশের বিরুদ্ধেই ভোট দিয়েছে। নাস্তানাবুদ হয়েছেন নীতীশ। বিহারের মানুষ শীঘ্রই এক বিকল্পের খোঁজ করবে।হয়তো তা হতে এক সপ্তাহ কিংবা একমাস লাগতে পারে। কিন্তু হবেই।