টিডিএন বাংলা ডেস্ক: ফের রাজ্য ও কেন্দ্রের সংঘাত। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় রাজ্যকে আগামী নভেম্বর মাসের রেশন দেবে না কেন্দ্র। চিঠি দিয়ে রাজ্যকে এমনটাই জানালো কেন্দ্র। উল্লেখ্য, লকডাউন পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্পে বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়ার ঘোষণা করা হয়। এবং তা নভেম্বর মাস পর্যন্ত এই যোজনার মেয়াদ বাড়িয়ে দেন প্রধানমন্ত্রী। আর সেই প্রকল্পের রেশন নভেম্বরে পাবে না রাজ্য। কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্ন বিতরণ পোর্টালে রাজ্য কোনও তথ্য দেয়নি। তাই নভেম্বর পর্যন্ত এই যোজনার মেয়াদ বাড়লেও এই মাসের রেশন পশ্চিমবঙ্গকে দেওয়া হবে না। খাদ্যদপ্তরের মুখ্যসচিবকে পাঠানো চিঠিতে কেন্দ্র জানিয়েছে, ২৩ সেপ্টেম্বর পর্যন্ত অন্ন বিতরণ পোর্টালে তথ্য না দেওয়ায় নভেম্বর মাসের রেশন পাবে না রাজ্য।