দেশ

মিজোরামের সাংসদের বিতর্কিত মন্তব্য, জেরা করতে আসছে অসম পুলিশের দল

টিডিএন বাংলা ডেস্ক : অসম-মিজোরাম সীমানায় সংঘর্ষ ঘিরে এবার নতুন অশান্তির আশঙ্কা। মিজোরামের রাজ্যসভার সাংসদ কে. ভানলালভিনাকে জেরা করতে দিল্লি আসছে অসম পুলিশ।

রবিবার রাতে ৮ কৃষকের বাড়ি জ্বালিয়ে দেওয়াকে কেন্দ্র করে দুই রাজ্যের মধ্যে ধুন্ধুমার। সোমবার গুলিতে মৃত্যু হয় সাত পুলিশকর্মী ও এক সাধারণ নাগরিক সহ মোট ৮ জনের। আহত হন ৫০ জনেরও বেশি। এই প্রসঙ্গে মিজোরামের সাংসদ বলেন, “অসম পুলিশের শ’দুয়েক কর্মী আমাদের এলাকায় ঢুকে, আমাদের পুলিশকর্মীদের পোস্ট থেকে সরিয়ে দিয়েছিল। অসম পুলিশই প্রথম গুলি চালানোর নির্দেশ দিয়েছিল। তারপর আমরা গুলি চালাই। ওদের ভাগ্য ভালো সব কটাকে মেরে দিইনি। এর পরে এলে সবকটাকে খুন করবো।”

অসম পুলিশ অফিসার জিপি সিং এ প্রসঙ্গে টুইটারে লেখেন, “এটি স্পষ্ট সেদিনের ষড়যন্ত্রের পেছনে সাংসদের সক্রিয় ভূমিকা ছিল।” তিনি আরও লেখেন, সেদিনের হিংসার ঘটনায় জড়িত ব্যক্তিদের একাধিক ছবি পেয়েছে অসম পুলিশ। তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। হামলাকারীদের খোঁজ দিতে পারলে ৫ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার।

অন্যদিকে বুধবার দুই রাজ্যের মুখ্য সচিবদের সঙ্গে বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা। বৈঠকে স্থির হয়েছে সীমান্তবর্তী অশান্ত এলাকায় নিরপেক্ষ সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স (CAPF) মোতায়েন রাখা হবে। পাশাপাশি ৩০৬ নম্বর জাতীয় সড়ককেও সারাক্ষণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Related Articles

Back to top button
error: