দেশ

করোনায় অভিভাবকহীন শিশুদের পিএম কেয়ার্স তহবিল থেকে করা হবে আর্থিক সাহায্য, বহন করা হবে পড়াশোনার খরচ

টিডিএন বাংলা ডেস্ক: করোনার জেরে যে সমস্ত শিশুরা বাবা-মা উভয় অভিভাবককেই হারিয়েছেন তাদের পাশে দাঁড়াতে এবার এগিয়ে এলো কেন্দ্র সরকার। পিএম কেয়ার্স তহবিল থেকে তাদের জন্য যাবতীয় আর্থিক সাহায্য এবং পড়াশোনার খরচ বহন করার অঙ্গীকার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের পক্ষ থেকে জানানো হয়েছে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

ওই উচ্চ পর্যায়ের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, করোনার জেরে যে সমস্ত শিশুরা তাদের বাবা-মা উভয় অভিভাবককে হারিয়েছেন তাদের আঠারো বছর বয়স হলে প্রত্যেককে মাসিক স্টাইপেন দেওয়া হবে। তবে, মাসিক কত টাকা স্টাইপেন দেওয়া হবে তা এখনো পর্যন্ত নির্দিষ্ট করা হয়নি। এরপর তাদের ২৩ বছর বয়স হলে এককালীন ১০ লক্ষ টাকা দেওয়া হবে। এর পাশাপাশি শিশুদের পড়াশুনার যাবতীয় খরচের দায়িত্ব নেওয়া হবে কেন্দ্রের পক্ষ থেকে।

এছাড়া উচ্চশিক্ষার জন্য এই সমস্ত শিশুরা স্বল্প সুদে শিক্ষা ঋণ পাবে এবং ১৮ বছর বয়স পর্যন্ত আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমাও বরাদ্দ করা হবে তাদের জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এপ্রসঙ্গে বলেছেন,”বাচ্চারাই দেশের ভবিষ্যৎ, তাই তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে ও তাদেরকে আগলে রাখতে সরকার যথাসম্ভব চেষ্টা করবে। আমাদের সামাজিক কর্তব্য শিশুরা যাতে উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারে সেই রাস্তা তৈরি করে দেওয়া।”

Related Articles

Back to top button
error: