দেশ

সেপ্টেম্বরেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA বৃদ্ধি?

টিডিএন বাংলা ডেস্ক : কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর! সূত্রের খবর, সম্ভবত সেপ্টেম্বরেই বাড়তে চলেছে DA। চলতি বছরে মোট ১১ শতাংশ DA বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। এর পাশাপাশি অবসরের বয়স বাড়াতে চলেছে।

জানুয়ারির শুরু। অথবা জুলাইয়ের মাঝামাঝি। এই ২ মাসে সাধারণত কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA বৃদ্ধি হয়। এবার সম্ভবত তা বাড়তে চলেছে সেপ্টেম্বরে। জানুয়ারিতে কেন্দ্র ৪ শতাংশ ডিএ বাড়ানোর কথা ঘোষণা করে। যদিও সেই বৃদ্ধি কার্যকরী হয়েছে এই বছর জুলাই মাসে এসে। জানুয়ারির ৪ শতাংশ ডিএ-এর পাশাপাশি যার আগের দুই কিস্তির ডিএ-এর টাকা জুলাই থেকে কার্যকরী করার কথা ঘোষণা করে কেন্দ্র।

সম্প্রতি বৈঠকে বসে পিএম ইকোনমিক অ্যাডভাইজরি কমিটি। বৈঠক শেষে এই কমিটির আধিকারিকদের পরামর্শ মানুষের অবসরের বয়স বাড়ানো উচিৎ।প্রধানমন্ত্রীর আর্থিক এই পরামর্শ কমিটির মত অনুযায়ী, গোটা দেশে ইউনিভার্সাল পেনশন সিস্টেম অবিলম্বে শুরু করা উচিৎ।

Related Articles

Back to top button
error: