দেশ

মহারাষ্ট্রে দাপিয়ে বেড়াচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট, মৃত ৫ বাসিন্দা

টিডিএন বাংলা ডেস্ক : করোনা প্রকোপ কাটতে না কাটতেই, এবার আতঙ্ক ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে। এখনও পর্যন্ত এই ভ্যারিয়েন্টের তাণ্ডবে মারা গেছেন বাণিজ্য নগরী মুম্বইয়ের পাঁচজন।

মুম্বইয়ে যে ৭জনের দেহে ডেল্টাপ্লাস ধরা পড়েছিল, এক মহিলাও তাঁদের মধ্যে ছিলেন। মৃত পাঁচজনের মধ্যে দুজন রত্নগিরি বাসিন্দা। বাকি তিনজন রায়গর, বিদ এবং মুম্বইয়ের বাসিন্দা। রাজ্যে মোট ৬৬ জনের শরীরে ডেল্টাপ্লাসের সন্ধান মিলেছে। তাদের মধ্যে অনেকে ভ্যাকসিনের দুটি ডোজ নিয়েছিলেন। এমনই খবর মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রক সূত্রে।

রাজ্যে ডেল্টায় যে ৬৬ জন সংক্রমিত হয়েছেন তাদের মধ্যে সাতজনের বয়স ১৮ বছর। আক্রান্ত ৩৩ জনের বয়স ১৯ থেকে ৪৫ এরমধ্যে। আর ১৮ জনের বয়স ৪৬-৬০ এর মধ্যে। সবথেকে বেশি সংক্রমণের খবর আসছে জলগাঁও থেকে। এখনও পর্যন্ত এই জেলায় আক্রান্ত হয়েছেন ১৩ জন। দ্বিতীয় স্থানে রয়েছে রত্নগিরি। সেখানে আক্রান্ত ১২ জন। মুম্বইয়ে শুক্রবার পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১১ জন। তাৎপর্যপূর্ণ বিষয় হলো আক্রান্ত ৬৬ জনের মধ্যে ৩৪ জন মহিলা। স্বাস্থ্য দফতর এখন সন্ধান করার চেষ্টা করছে, কারা ডেল্টাপ্লাস আক্রান্তদের সংস্পর্শে এসেছিলেন। এই ভ্যারিয়েন্ট সবচেয়ে বেশি তাণ্ডব চালাচ্ছে মহারাষ্ট্রে। এরপর রয়েছে মধ্যপ্রদেশ ও তামিলনাড়ু।

Related Articles

Back to top button
error: