টিডিএন বাংলা ডেস্ক: অনেক সুযোগ পেয়েও বিহারের জনতার সঙ্গে প্রতারণা করেছেন নীতীশ কুমার। ভোট এগিয়ে আসতেই তীব্র আক্রমনের শান দিলেন লালু প্রসাদ যাদব। ট্যুইটে লালু আক্রমণ শানিয়ে টুইট করে লেখেন, ‘‘মুখ্য-মৌকা (সুযোগ) মন্ত্রীজি ও উপ মুখ্য-ধোঁকা (প্রতারণা) মন্ত্রীজি, জনগণ আপনাদের অনেক সুযোগ দিয়েছে। আর আপনারা তাদের ধোঁকা দিয়েছেন।’’