Newsদেশ

দ্বারকাধীশ মন্দিরে ড্রেস কোড লাগু: বারমুডা, মিনি টপ, মিনি স্কার্ট, নাইট স্যুট, ফ্রক এবং রিপড জিন্সে প্রবেশ করা যাবে না

টিডিএন বাংলা ডেস্ক: দেশের বহু মন্দিরে ড্রেস কোড কার্যকর হওয়ার পর এবার গুজরাটের দ্বারকাধীশ মন্দিরেও ভক্তদের জন্য ড্রেস কোড লাগু করা হয়েছে। মন্দির ট্রাস্টের সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে কোনও ভক্ত ছোট পোশাক পরে মন্দিরে প্রবেশ করতে পারবেন না।

মন্দির ট্রাস্ট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, জগৎ মন্দির দ্বারকার মর্যাদা বজায় রাখতে ভারতীয় সংস্কৃতি অনুযায়ী পোশাক পরতে হবে। ড্রেস কোড সংক্রান্ত নিয়মাবলী গুজরাটি-হিন্দি-ইংরেজি ভাষায় বোর্ডে লিখে মন্দিরের বাইরে লাগানো হয়েছে।

মন্দিরের বাইরের ওই বোর্ডে লেখা আছে মন্দির দর্শনের জায়গা, নিজস্ব প্রদর্শনীর জন্য নয়। মন্দিরে আগত সকল ভক্তকে সাধারণ পোশাক পরে মন্দিরে প্রবেশের জন্য অনুরোধ করা হচ্ছে। শর্ট ড্রেস, হাফ প্যান্ট, বারমুডাস, মিনি টপস, মিনি স্কার্ট, নাইট স্যুট, ফ্রক এবং ছিঁড়ে যাওয়া জিন্স পরা ভক্তদের মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে না।

এ প্রসঙ্গে ট্রাস্টি পার্থ তালসানিয়া জানান, মন্দিরে আসা অনেক ভক্তের অভিযোগের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেকেই বললেন, এ ধরনের পোশাক পরলে অন্য ভক্তদের মনোযোগ নষ্ট হয়। এ কারণে দেশের মন্দিরগুলোতে এখন ড্রেস কোড কার্যকর করা হচ্ছে।

Related Articles

Back to top button
error: