দেশ
গান্ধিমূর্তির পাদদেশে রাতভর বিক্ষোভ আট সাসপেন্ডেড সাংসদদের
টিডিএন বাংলা ডেস্ক: কৃষিবিল পেশের সময় তুমুল হট্টগোলের জেরে আট সাংসদকে বহিস্কার করা হয়েছে রাজ্যসভা থেকে। আর তারই প্রতিবাদে গান্ধিমূর্তির পাদদেশে রাতভর বিক্ষোভ দেখালেন আট সাসপেন্ডেড সাংসদ। সাসপেনশন প্রত্যাহার না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য প্রতিবাদ চালিয়ে যাবেন বলেও জানিয়ে দেন তারা। হাতে বিভিন্ন রকমের স্লোগান দিয়ে প্ল্যাকার্ড নিয়েই মূলত ধর্ণায় বসেছেন তারা।