টিডিএন বাংলা ডেস্ক : উত্তর প্রদেশে খ্রিস্টানদের প্রার্থনাসভায় হামলা চালালাে বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা ( ভিএইচপি ) । মঙ্গলবার সংখ্যালঘু এই সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন ভিএইচপি’র নেতা শ্যাম মিশ্রের নেতৃত্বে অন্তত ২০ জনের দল লাঠি সোঁটা নিয়ে তেড়ে আসে। সভায় ঢুকে তারা এলােপাথাড়িভাবে মারধর শুরু করে দেয়। এই উগ্রহিন্দুত্ববাদী সংগঠনের কর্মীদের আক্রমণ থেকে মহিলারাও রেহাই পাননি । এমনকি তাঁদের কাছ থেকে গয়নাগাঁটি , মােবাইল ছাড়াও টাকা পয়সাও লুট করে হামলাকারীরা ইতিমধ্যে এই ঘটনায় প্রতিবাদ ও নিন্দায় সরব হয়েছে বিভিন্ন মহল। উত্তর প্রদেশে বিজেপি’র শাসনে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন তুলেছে এই ঘটনা। এই হামলার ঘটনার তীব্র নিন্দা করে এবং ভিএইচপি নেতা শ্যাম মিশ্র সহ অন্যান্য হামলাকরীদের দৃষ্টান্তমূলক সাজা দেওয়ার দাবি জানিয়ে বুধবার শাহজাহানপুরের পুলিশ সুপার এস আনন্দের সঙ্গে দেখা করে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধি দল তবে, এই ঘটনার কথা উল্লেখ না করে পুলিশ সুপার আনন্দ এদিন জানিয়েছেন ৩ টি ধর্মান্তকরণের ঘটনায় মামলা দায়ের হয়েছে । সূত্র- গণশক্তি