দুনিয়ার ১০০ জন প্রভাবশালী ব্যাক্তিদের তালিকায় শামিল হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ পাঁচ ভারতীয়

Pic Courtesy : Narendra Modi FB

টিডিএন বাংলা ডেস্ক: সম্প্রতি প্রকাশিত হয়েছে টাইম ম্যাগাজিনের এ বছরের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির নামের তালিকা। ওই তালিকায় এবছর অন্তর্ভুক্ত করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ পাঁচ ভারতীয়ের নাম। এই তালিকায় চিনের রাষ্ট্রপতি শি চিনপিং, আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, তাইওয়ানের রাষ্ট্রপতি ত্সই ইঙ্গ-বেনের সাথেই অন্তর্ভুক্ত করা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অভিনেতা আয়ুষ্মান খুরানা, গুগলের সিইও সুন্দর পিচাই, লন্ডন নিবাসী ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক ডাক্তার রবীন্দ্র গুপ্তা এবং শাহিনবাগ আন্দোলন থেকে চর্চায় উঠে আসা বিলকিস দাদীর নাম।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রসঙ্গে টাইম ম্যাগাজিনে লেখা হয়েছে,”গনতন্ত্রের জন্য স্বতন্ত্র নির্বাচনই সবথেকে জরুরি বিষয় নয়। নির্বাচনের মাধ্যমে শুধু এটা জানা যায় যে সবথেকে অধিক ভোট কে পেয়েছেন। ভারত সাত দশক ধরে বিশ্বের সব থেকে বড় গণতন্ত্র। ভারতের ১.৩ কোটি জনসংখ্যার মধ্যে খ্রিষ্টান,মুসলমান, শিখ, বৌদ্ধ, জৈন এবং অন্যান্য ধর্মের মানুষেরা রয়েছেন।”

অপরদিকে, ভিকি ডোনার, ড্রিমগার্ল, অন্ধাধুন সহ একাধিক চলচ্চিত্রে নিজের অভিনয় দক্ষতার অভিনবত্বের জন্য পরিচিত আয়ুষ্মান খুরানা টাইম ম্যাগাজিনের ১০০ জন প্রভাবশালী ব্যাক্তির তালিকায় নিজের নাম অন্তর্ভুক্তি হওয়ার কথা জানিয়ে সোশ্যাল মিডিয়া নিজের আনন্দের অভিপ্রকাশ করেছেন। তিনি লেখেন,”টাইম ম্যাগাজিন দ্বারা বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় অন্তর্ভুক্ত হয়ে গৌরবান্বিত বোধ করছি।”