Highlightদেশ

গুরগাঁওতে নামাজ বিতর্কে জল গড়াল সুপ্রিমকোর্টে

টিডিএন বাংলা ডেস্ক : গুরগাঁওতে নামাজ বিতর্কের জের। মামলা হলো সুপ্রিমকোর্টে। বৃহস্পতিবার সুপ্রিমকোর্টে আবেদন জানান রাজ্যসভার প্রাক্তন সাংসদ মোহাম্মদ আদিব। তার অভিযোগ শুক্রবার জুম্মার নামায প্রকাশ্য স্থানে পাঠ করতে বাধা দেওয়া হচ্ছে।

প্রাক্তন সাংসদের অভিযোগ, সাম্প্রদায়িক এবং হিংসাত্মক মনোভাবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছেন হরিয়ানার মুখ্যসচিব ও পুলিশের ডিজি। তারা আদালতের নির্দেশ অমান্য করেছেন। তাই শীর্ষ আদালতের উচিত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। প্রাক্তন সাংসদের অভিযোগ, সাম্প্রদায়িক ও হিংসাত্মক মনোভাবের জন্য গণপ্রহারের মতো ঘটনা ঘটে। গুরগাঁওতে যারা জুম্মার নামাজ পড়তে বাধা দিচ্ছেন, তাদের পেছনে আছে গুন্ডারা। রাজ্য প্রশাসন তাদের চেনে, কিন্তু কোনও ব্যবস্থা নিচ্ছে না।

উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরেই গুরগাঁওতে প্রকাশ্য স্থানে নামায পড়তে বাধা দিয়ে চলেছেন দক্ষিণপন্থী একদল সংগঠন। আগে অক্টোবরেও তারা একই কাণ্ড ঘটায়। অভিযোগে পুলিশ ৩০ জনকে গ্রেফতার করে। এর আগে মোট ৩৭টি জায়গায় নামায পড়ার অনুমতি দেওয়া হয়েছিল। আর আটটি জায়গায় নামায নিষিদ্ধ হয়। সর্বসম্মতিক্রমে ঠিক হয় ৩৭টি জায়গায় নামায পড়া যাবে। যদিও পরে হরিয়ানার মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, খোলা স্থানে নামায পড়তে দেওয়া যাবে না।

Related Articles

Back to top button
error: