বিতর্কিত রায়ের জের! অবনমনের পথে বিচারপতি

টিডিএন বাংলা ডেস্ক : সরাসরি ত্বক স্পর্শ না হলে, শুধু জামার উপর দিয়ে ছোঁয়াকে অপরাধ বলা যায়না। এমন রায় দিয়েছিলেন বম্বে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি পুষ্পা বীরেন্দ্র গানেরিওয়াল। শুধু তাই নয়। অভিযুক্তকে বেকসুর মুক্তি দিয়েছিলেন তিনি। এবার সেই বিচারপতির হাইকোর্টে কার্যকাল সম্ভবত ফুরতে চলেছে।

১৪ ডিসেম্বর সুপ্রিমকোর্টের তিন সিনিয়র বিচারপতির কলেজিয়াম একটি সিদ্ধান্ত নেয়। বম্বে হাইকোর্টের ৩ অতিরিক্ত বিচারপতিকে স্থায়ী করার প্রস্তাব অনুমোদন করে। হাইকোর্টের নবনিযুক্ত বিচারপতিরা অতিরিক্ত বিচারপতি হিসেবে কাজ শুরু করেন। কাজের মূল্যায়নে দু’বছরের মাথায় স্থায়ী বিচারপতি পদে উন্নিত হন। কারও ভূমিকা সন্তোষজনক না হলে, অতিরিক্ত বিচারপতি হিসেবে আরও একবার, দু’বছর কাজ চালাতে পারেন। হাইকোর্টের নাগপুর বেঞ্চের বিতর্কিত ওই বিচারকের নাম অবশ্য তালিকায় নেই। ফলে ফেব্রুয়ারিতেই শেষ হচ্ছে তার অতিরিক্ত বিচারপতি পদের মেয়াদ।

বিচারপতি গানেরিওয়ালের তবে ভবিষ্যৎ কী? পূর্ব কর্মস্থলে জেলা দায়রা বিচারক হিসেবে কাজে ফিরতে হবে তাকে।