দেশ

করোনার দ্বিতীয় থাবায় হিমশিম স্বাস্থ্য পরিষেবা

টিডিএন বাংলা ডেস্কঃ কুচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহতদের জানাযায় অংশগ্রহণ, মৃতের পরিবারের সদস্য ও এলাকার মানুষের সাথে সাক্ষাৎ করে দোষীদের শাস্তির দাবি জামাআতে ইসলামি হিন্দের জেলা প্রতিনিধিদলের। কুচবিহারের শীতলকুচিতে ভোটদান চলাকালে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিরীহ চারজন যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটে। জামাআতে ইসলামি হিন্দের পক্ষ থেকে ইতিমধ্যেই এই ঘটনার নিন্দা জানিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত ও নিহতদের ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। আজকে মৃতদের পরিবারের সদস্য ও এলাকার বিভিন্ন পেশার মানুষের সাথে সাক্ষাৎ করেন জামাআতে ইসলামি হিন্দের কুচবিহার জেলা সভাপতি অ্যাডভোকেট রফিউদ্দিন সাহেবের নেতৃত্বে এক প্রতিনিধিদল। সাক্ষাৎকালে অ্যাডভোকেট রফিউদ্দিন সাহেব জানান, এলাকার মানুষের বক্তব্য অনুযায়ী এইখানে কোনো ধরনের বিশৃঙ্খলা ছিলনা। শান্তিপূর্ণ ভাবেই ভোট হচ্ছিলো। অথচ কোনো রকম প্ররোচনা ছাড়াই কেন্দ্রীয় বাহিনী এই হত্যাকাণ্ড চালিয়েছে। দোষীদের কঠোর শাস্তির দাবি জানান অ্যাডভোকেট রফিউদ্দিন সাহেব। জামাআত প্রতিনিধিদল মৃতদের জানাযায় শরীক হোন। পরিবারে সকলের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। রুহের মাগফিরাতের জন্য দুআ করেন, দুআর আবেদন করেন। জামাআতে পক্ষ থেকে সাধ্যমত পাশে থাকার ও সাহায্যের আশ্বাস দেন জেলা সভাপতি অ্যাডভোকেট রফিউদ্দিন সাহেব।

Related Articles

Back to top button
error: