দেশ

আফগানিস্তান নিয়ে প্রধানমন্ত্রীর বাড়িতে উচ্চ পর্যায়ের বৈঠক

টিডিএন বাংলা ডেস্ক : আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার সন্ধ্যায় এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।

সূত্রের খবর, আফগান পরিস্থিতি নিয়ে মোদি নিয়মিত দেশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখছেন। সোমবার গভীর রাত পর্যন্ত কাবুল থেকে যেসব ভারতীয়দের দেশে ফেরানো হয়, সে সংক্রান্ত সমস্ত আপডেট নেন তিনি। ভারতের যে সমস্ত নাগরিক এখনও আফগানিস্তানে আটকে রয়েছেন,তাঁদের কী ভাবে সুরক্ষিত ভাবে ফেরানো যায় তা নিয়ে অনবরত চেষ্টা করছে দিল্লির সরকার।

উল্লেখ্য, এদিনই কাবুল থেকে ১২০জন ভারতীয়কে নিয়ে দেশে ফিরেছে বায়ুসেনার বিমান। এখনও কাবুল সহ আফগানিস্তানের বিভিন্ন এলাকায় আটকে বহু ভারতীয়। সূত্রের খবর, উচ্চ পর্যায়ের বৈঠকে সমস্ত বিষয়েই আলোচনা হতে পারে। পাশাপাশি আফগানিস্তান তালিবানের দখলে চলে যাওয়ার পর পরিবর্তিত পরিস্থিতিতে কী করা উচিৎ সেটা নিয়েও আলোচনা হয় দিল্লিতে মোদির বাসভবনে।

Related Articles

Back to top button
error: