দেশ

গোমাংস বিক্রির অভিযোগে গণপিটুনির ঘটনায় অসম সরকারকে এক লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ মানবাধিকার কমিশনের

টিডিএন বাংলা ডেস্ক: গোমাংস বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গণপিটুনির ঘটনায় অসম সরকারকে এক লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিলো জাতীয় মানবাধিকার কমিশন। বিষয়টি নিয়ে রাজ্য পুলিশের ডিজি ও মুখ্যসচিবকে শোকজ নোটিশ দেওয়া হলেও এখনও পর্যন্ত জমা দেননি বলেও জানান হয়েছে কমিশনের পক্ষ থেকে। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গত বছরের মাঝামাঝি সময়ে সোশ্যাল মিডিয়ায় শওকত আলী নামে এক ব্যক্তির ভিডিও ভাইরাল হয়। যেখানে তাকে গো মাংস বিক্রি করতে দেখা যায়। সেসময় কিছু উত্তেজিত জনতা তার উপর চড়াও হয়। অকথ্য অত্যাচারের চিত্রও লক্ষ করা যায়। সকলের সামনেই তাঁকে শুয়োরের মাংসও খাওয়ানো হয় বলে অভিযোগ। তারপরেই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। বিষয়টি নিয়ে তদন্তে নামে জাতীয় মানবাধিকার কমিশন। তদন্ত শেষে বুধবার মানবাধিকার কমিশন জানিয়েছে, ওই দিন যে ঘটনা ঘটেছে তাতে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। ওই ব্যক্তির জাত, ধর্ম নিয়ে অপমান করা হয়েছে। সরকারের পক্ষ থেকে তাকে ১ লক্ষ টাকার ক্ষতিপূরণ দিতে হবে। আগামী ৬ সপ্তাহের মধ্যেই টাকা দেওয়ার প্রমান মানবাধিকার কমিশনের কাছে জমা করারও নির্দেশ প্রদান করা হয়েছে।

Related Articles

Back to top button
error: