টিডিএন বাংলা ডেস্ক: আমার করোনা হলে মমতাকে আলিঙ্গন করব! মন্তব্য করে বিতর্কে জড়ালেন বিজেপির নয়া জাতীয় সম্পাদক অনুপম হাজরা। রবিবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে দলের কর্মসমিতির বৈঠকে যোগ দেওয়ার পর সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে এই মন্তব্য করেন তিনি। সভায় দলীয় কর্মীদের মাস্ক না পড়া নিয়ে সাংবাদিকরা জিজ্ঞেস করলে অনুপম হাজরা বলেন, ‘আমাদের কর্মীরা কোভিড-১৯ এর থেকেও বড় শত্রুর মোকাবিলা করছে। তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই করছেন। যেহেতু তাঁরা এখনও কোভিড-১৯ আক্রান্ত হননি, তাই তাঁরা আর কিছুকেই ভয় পান না। আমি সংক্রমিত হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আলিঙ্গন করব। এই রোগে আক্রান্তদের তিনি খুব খারাপ ব্যবহার করছেন। দেহগুলি কেরোসিন ঢেলে পুড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা মরা কুকুর বা বিড়ালের সঙ্গেও এমনটা করি না।’