দেশ

১০দিনের মধ্যে আলোচনায় না বসলে সংসদের সামনে ধরনার হুমকি কৃষক নেতাদের

টিডিএন বাংলা ডেস্ক: বিগত প্রায় নয় মাস ধরে কেন্দ্র সরকারের ভ্রান্ত অর্থনীতি বিশেষ করে কৃষিনীতির বিরুদ্ধে গোটা দেশজুড় ও প্রধাণত দিল্লি লাগোয়া রাজ্যগুলোতে ব্যাপক বিক্ষোভ চলছে। প্রথমদিকে মোদি প্রশাসন কৃষক আন্দোলনের বিরুদ্ধে দমনমূলক নীতি গ্রহণ করে। কিন্তু পরবর্তীতে দেশ ও বিদেশে এর খারাপ প্রভাব পড়ছে বুঝতে পেরে বিজেপি চাপ প্রয়োগ থেকে পিছিয়ে আসে। তারা কৃষক আন্দোলনের বিষয়ে ‘ধীরে চলো নীতি’ গ্রহণ করে। মন্ত্রিপরিষদে রদবদলের পর বর্তমান কৃষি মন্ত্রী নরেন্দ্র সিংহ কৃষক আন্দোলনের নেতাদের কাছে আলোচনায় বসার প্রস্তাব দেয়। কেন্দ্র সরকারের ধীরে চলো নীতির ফলে কৃষক আন্দোলনের গতি ধীরে ধীরে স্তিমিত হচ্ছে।

 

এভাবে চলতে থাকলে আন্দোলন চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়বে বুঝে কৃষক আন্দোলনের নেতৃবৃন্দ দ্রুত ফায়সালা করার সিদ্ধান্ত নিয়েছে। তারা কেন্দ্র সরকার কে ১০দিনের আলটিমেটাম দিয়ে জানিয়ে দিয়েছে এর মধ্যে সরকার আলোচনায় না বসলে আসন্ন সংসদ অধিবেশনের সময় সংসদ ভবনের সামনে তারা ধারণায় বসবে। একই সঙ্গে তারা এটাও জানিয়ে দিয়েছে সরকারের পূর্বের শর্ত বহাল থাকলে তারা আলোচনা থেকে বেরিয়ে আসবে। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে। জানা যাচ্ছে আন্দোলনের নেতৃবৃন্দের মধ্যে একটি অংশ দ্রুত ফায়সালা চাইছে। তবে অপর একটি অংশ মনে করছে চার পাঁচ মাস পরেই দেশের কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই সময় এই আন্দোলন জোরদার করলে বরং চাপে পড়ে কেন্দ্র সরকার তাদের দাবি মেনে নিতে বাধ্য হবে।

Related Articles

Back to top button
error: