দেশ

“দেশের মনের কথা বুঝলে টিকাকরণের এই হাল হতো না” মোদিকে তীব্র কটাক্ষ রাহুলের

টিডিএন বাংলা ডেস্ক : ফের আরও একবার দেশের টিকাকরণের গতি নিয়ে মোদি সরকারকে নিশানা করলেন রাহুল গান্ধি। প্রধানমন্ত্রীর এদিনের রেডিয়ো বার্তা ‘মন কী বাত’-এর প্রসঙ্গ টেনে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি বলেন, “দেশের মনের কথা বুঝলে টিকাকরণের এই হাল হতো না!”

তিনি আরও বলেন, “আপনি যদি দেশের মন কী বাত বুঝতেন, তাহলে টিকাকরণের এই হাল হতো না। #WhereAreVaccines।” এর সঙ্গেই একটি ভিডিও পোস্ট করেছেন রাগা। যাতে বলা হয়েছে, ডিসেম্বরের মধ্যে দেশের ৬০ শতাংশ জনতাকে টিকা দেওয়ার লক্ষ্য কেন্দ্রের। সেটা করতে গেলে প্রতিদিন ৯৩ লক্ষ টিকা দেওয়া দরকার। কিন্তু গত ৭ দিনে দৈনিক ৩৬ লক্ষ টিকা দেওয়া হয়েছে। ফারাক ৫৬ লক্ষ।

সম্প্রতি টিকাকরণ সম্পন্ন হওয়ার সম্ভাব্য তারিখ জানতে চেয়ে প্রশ্ন করেছিলেন সোনিয়া তনয় রাহুল এবং তৃণমূল সাংসদ মালা রায়। তাঁরা আরও জানতে চান, ডিসেম্বরের মধ্যে টিকাকরণ সম্পন্ন হওয়া সম্ভব কি না? টিকাকরণে কত খরচ হচ্ছে? কী ধরনের পরিকল্পনার সঙ্গে টিকাকরণ প্রক্রিয়া নিয়ে এগোচ্ছে কেন্দ্র? আগস্ট থেকে ডিসেম্বর কত টিকা পাওয়া যাবে? টিকা প্রস্তুতকারক সংস্থার সঙ্গে চুক্তি না হওয়ার কারণেই কি টিকাকরণের গতি বাড়েনি দেশে? এই প্রশ্নের জবাবে কেন্দ্রের তরফে সংসদে লিখিত ভাবে জানানো হয়েছে, টিকাকরণ প্রক্রিয়া কবে শেষ হবে, তা এখনই নির্দিষ্ট ভাবে জানানো সম্ভব হবে না।

Related Articles

Back to top button
error: