কোনো অনুষ্ঠান পছন্দ না হলে উপন্যাস পড়ুন; সুদর্শন টিভি মামলায় জানাল সুপ্রিম কোর্ট
টিডিএন বাংলা ডেস্ক: জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রের পক্ষ থেকে আইনজীবী শাদান ফরাসান ইউপিএসসি জিহাদ নামে সুদর্শন টিভির বিতর্কিত অনুষ্ঠানের বিরুদ্ধে দায়ের করা মামলায় শুনানি চলাকালীন বলেন, এই অনুষ্ঠানের বিরুদ্ধে মানুষকে মুসলমানদের বিরুদ্ধে উস্কিয়ে দেওয়া হচ্ছে। মুসলমানদের আস্তিনের সাপ বলা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এর জবাবে সুদর্শন টিভির বিরুদ্ধে আবেদনকারীদের উপন্যাস পড়ার পরামর্শ দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, আপনার যদি কোনো অনুষ্ঠান পছন্দ না হয় তাহলে তা দেখবেন না। তার বদলে উপন্যাস পড়ুন। পাশাপাশি, সুদর্শন টিভির পক্ষ থেকে জমা দেওয়া হলফনামার ওপর ক্ষোভ প্রকাশ করে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় নেতৃত্বাধীন বেঞ্চ বলে, সুদর্শন টিভি কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হয়েছিল যে তাঁরা তাঁদের অনুষ্ঠানে কি পরিবর্তন করবেন। এটা জানতে চাওয়া হয়নি যে কোন চ্যানেল কি চালিয়েছে।
সুদর্শন টিভির পক্ষ থেকে আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন আদালতের কাছে অনুষ্ঠানের সম্প্রচার করার জন্য অনুমতি চান। তিনি বলেন, ওই অনুষ্ঠানের সম্প্রচারের জন্য প্রোগ্রামিংয়ের কোড ব্যাবহার করা হবে। যদিও আদালতের পক্ষ থেকে এই আবেদন খারিজ করে দেওয়া হয়। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, আমরা এপিসোড দেখবো না। যদি ৭০০ পাতার বইয়ের বিরুদ্ধে কেউ মামলা করেন করেন তাহলে আইনজীবী আদালতে এসে এই যুক্তি দেন না যে, বিচারপতির পুরো বই পড়া উচিৎ। এই মামলার পরবর্তী শুনানি বুধবার করা হবে।