দেশ

ষাটোর্ধ্ব সহ বিশেষভাবে সক্ষমদের জন্য বাড়ির কাছে টিকাকরণ; নয়া গাইডলাইন কেন্দ্রের

টিডিএন বাংলা ডেস্ক: ষাটোর্ধ্ব ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য এবার বাড়ির কাছে টিকাকরণের ব্যবস্থা করল কেন্দ্র। এ প্রসঙ্গে বৃহস্পতিবার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে গাইডলাইনও দিয়েছে কেন্দ্র। এই নতুন কর্মসূচির নাম মিরাজ টু হোম কোভিড ভ্যাক্সিনেশন সেন্টার বা এনএইচসিভিসি।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, ষাটোর্ধ্ব বাজারা বিশেষভাবে সক্ষম তারা যাতে কোনভাবে টিকা করন প্রক্রিয়া থেকে বঞ্চিত না হন সেই ব্যাপারটি নিশ্চিত করতেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কেন্দ্রের গাইডলাইন অনুযায়ী, এই কর্মসূচি অনুসারে স্বাস্থ্যকেন্দ্র নয় এমন জায়গায় টিকাকরণ শুরু করতে হবে। যেমন কমিউনিটি সেন্টার, পঞ্চায়েত, ঘর, স্কুল, বৃদ্ধাশ্রম ইত্যাদি জায়গায় টিকাকরণ করা যেতে পারে। এক একটি জায়গার জনসংখ্যা অনুযায়ী কোথায় এই টিকাকরণ কেন্দ্র হবে তা ঠিক করবে জেলা বা শহরের টাস্কফোর্স। ওই সমস্ত টিকাকরণ কেন্দ্রে কত ভ্যাকসিন প্রয়োজন, কিভাবে টিকাকরণ করা হবে তা ঠিক করবেন টিকাকরণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা।

প্রতিটি টিকাকরণ কেন্দ্রে থাকবেন এনএইচসিভিসি-র টিম। ওই দলে থাকবেন একজন চিকিৎসক, ভ্যাকসিনেটর, ভ্যাকসিনেশন অফিসার। যাঁরা ভ্যাকসিন নেবেন তাঁদের রেজিস্ট্রেশন নিয়েও বিস্তারিত গাইডলাইন প্রকাশ করেছে কেন্দ্র। কো-উইন অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রার করতে হবে। অথবা সংশ্লিষ্ট কেন্দ্রে গিয়েও করা যাবে যাবে রেজিস্ট্রার।

প্রসঙ্গত, ন্যাশনাল এক্সপার্ট গ্রুপ অন ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রেশন ফর কোভিড ১৯ তাদের টেকনিক্যাল কমিটির সুপারিশ অনুযায়ী, সম্প্রতি এ বিষয়ে প্রস্তাব দিয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে। গতকাল সেই প্রস্তাবে সম্মতি দিয়েছে কেন্দ্র।

Related Articles

Back to top button
error: