দেশ
করোনাকে হারাতে গোটা বিশ্বকে ভ্যাকসিন সরবরাহ করার ক্ষমতা আছে ভারতের; রাষ্ট্রসঙ্ঘে আশ্বাসবার্তা প্রধানমন্ত্রীর
টিডিএন বাংলা ডেস্ক: করোনার সঙ্গে মোকাবিলা করতে সারা বিশ্বকে ভ্যাকসিন সরবরাহ করার ক্ষমতা রয়েছে ভারতের। রাষ্ট্রসঙ্ঘের মঞ্চে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, অতিমারীর সময়ে ভারতের ওষুধ শিল্প ১২৫-টিরও বেশি দেশে জরুরি পথ্য পাঠিয়েছে। আন্তর্জাতিক মহলকে আশ্বাস দিয়ে নরেন্দ্র মোদী বলেন, ভারতের ভ্যাকসিন উৎপাদন ও বণ্টনের ক্ষমতা সম্পূর্ণ মানবতাকে সঙ্কট থেকে উদ্ধার করবে। তৃতীয় ধাপের ক্লিনিকাল ট্রায়ালের দিকে এগিয়ে চলছি আমরা। অন্যান্য দেশে টিকা রাখার জন্য হিমঘর তৈরি ও মজুত বাড়ানোর ক্ষেত্রেও সহযোগিতা করবে ভারত।