টিডিএন বাংলা ডেস্ক: দেশের আর্থিক অবস্থা নিয়ে ফের একবার মোদিকে নিশানা করলেন রাহুল গান্ধী। সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল, অর্থাৎ আইএমএফএর প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী মাথাপিছু জিডিপি এর ক্ষেত্রে ভারত এখন বাংলাদেশের থেকেও পিছিয়ে যাওয়ার পথে। আইএমএফের এই রিপোর্টকেই হাতিয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করেছেন রাহুল গান্ধী।
একটি টুইট করে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী লিখেছেন,”বিজেপির ঘৃণ্য জাতীয়তাবাদের ৬ বছরের মূল অর্জন। বাংলাদেশ-ভারতের থেকে এগিয়ে যাওয়ার পথে।”