টিডিএন বাংলা ডেস্ক : মঙ্গলবার ২০২২-২৩ সালের কেন্দ্রীয় বাজেটে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রককে ৫,০২০.৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা আগের আর্থিক বছরের সংশোধিত পরিসংখ্যানের চেয়ে ৬৭৪.০৫ কোটি বেশি।
অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ২০২২-২৩ সালের জন্য যে বাজেট পেশ করেছেন, তাতে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রককে ৫,০২০.৫০ কোটি দেওয়ার প্রস্তাব দেন।
২০২১-২২ আর্থিক বছরে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের বাজেট প্রাক্কলন ছিল ৪,৮১০.৭৭ কোটি এবং পরে সংশোধিত বরাদ্দ ৪.৩৪৬.৪৫ কোটি।
মন্ত্রকের প্রস্তাবিত বরাদ্দের মধ্যে ১,৪২৫ কোটি প্রাক-ম্যাট্রিক স্কলারশিপ স্কিমের জন্য এবং ৫১৫ কোটি পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য।
স্কিল উন্নয়ন এবং জীবিকার উদ্যোগের জন্য ৪৯১ কোটিরও বেশি বরাদ্দ করা হয়েছে।
সংখ্যালঘু মন্ত্রী মুখতার আব্বাস নকভি ২০২২-২৩ সালের বাজেটের প্রশংসা করে বলেন, এটি কোভিড মহামারীর মধ্যে আত্মনির্ভর ভারতকে এগিয়ে জেতে সাহায্য করবে।
নকভি বলেন, বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যে বাজেট ‘আত্মনির্ভর ভারত’-এর সুতোর সঙ্গে আস্থা ও উন্নয়নকে একত্রে বেঁধে রেখেছে।
তিনি বলেন, এই বাজেট মহামারীর সময়ের মধ্যে আত্মনির্ভর ভারতের জন্য সুযোগ নিশ্চিত করে এগিয়ে নিয়ে যাবে।