দেশ

চিনের কোনও আগ্রাসনই মানবে না ভারত, যোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারি বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলার

টিডিএন বাংলা ডেস্ক: চিনের কোনও আগ্রাসনই মানবে না ভারত। দেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ ছুড়লে তার যোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারি দিলেন বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলা। ইন্ডিয়ান কাউন্সিল অব ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স’য়ের বৈঠকে শ্রিংলা বলেন, “দেশের অখণ্ডতা সবচেয়ে আগে। নিরাপত্তা ও প্রতিরক্ষার সঙ্গে কোনও আপোস করা হবে না। ভারত যেহেতু দায়িত্বশীল দেশ তাই শান্তি আলোচনার পথ খোলা রাখবে। উত্তেজনা প্রশমনের চেষ্টাও করা হবে।” তার বক্তব্য, সীমান্ত সমস্যা নিয়ে যদি চিন শান্তিপূর্ণ পথে হাঁটতে রাজি না হয়, তাহলে ভারতও তার শক্তি দেখাতে পিছপা হবে না। সীমান্তে কোনওরকম আগ্রাসনকেই প্রশ্রয় দেবে না ভারতের সেনাবাহিনী।

Related Articles

Back to top button
error: