HighlightNewsখেলাদেশ

বিসিসিআইয়ের সব রেকর্ড ভেঙে ৪৪,০৭৫ কোটিতে মিডিয়া স্বত্ব বিক্রি করে বিশ্বের দ্বিতীয় সেরা লীগের স্বিরোপা পেল আইপিএল

টিডিএন বাংলা ডেস্ক: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বিসিসিআইয়ের সব রেকর্ড ভেঙে ৪৪ হাজার ৭৫ কোটি টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেল আইপিএলের ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত আগামী পাঁচ বছরের মিডিয়া স্বত্ব। আইপিএলের সম্প্রচার স্বত্ত্ব এই বিশাল টাকায় বিক্রি করে বিশ্বের দ্বিতীয় সেরা লীগের স্বিরোপা পেল আইপিএল। বোর্ডের এক সূত্র সংবাদসংস্থা পিটিআই কে জানিয়েছেন, ‘আগামী টিভি সম্প্রচার স্বত্ত্ব ধরে রেখেছে স্টার। ভারতীয় উপমহাদেশে টিভি এবং ডিজিটাল মিডিয়া রাইটস থেকে ম্যাচ পিছু বোর্ডের আয় হবে ১০৭.৫ কোটি টাকা।’

জানা গিয়েছে, ২০২৩-২০২৭ আইপিএলের উইন্ডোয় ৪১০টি ম্যাচের জন্য মিডিয়া স্বত্ত্ব (টিভি) বিক্রি হয়েছে ২৩,৫৭৫ কোটি টাকায়। ম্যাচ পিছু অঙ্কের হিসাবে যা ৫৭.৫ কোটি টাকা। ২০ হাজার ৫০০ কোটি টাকার বিনিময়ে বিক্রি হয়েছে আইপিএলের ডিজিটাল স্বত্ব। সব মিলিয়ে টাকার অঙ্ক দাঁড়াচ্ছে ৪৪ হাজার ৭৫ কোটি টাকা। অর্থাৎ টেলিভিশনে ম্যাচপিছু মূল্য দাঁড়াচ্ছে ৫৭.৫ কোটি টাকা। ডিজিটাল প্ল্যাটফর্মে ম্যাচপিছু মূল্য ৪৮ কোটি টাকা।

Related Articles

Back to top button
error: