দেশ

করোনার বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা করতে এগিয়ে এলো ইসরো, তৈরী করা হলো মেডিকেল অক্সিজেন কনসেন্ট্রেটর

টিডিএন বাংলা ডেস্ক: করোনার বিরুদ্ধে লড়াইয়ে আগেই এগিয়ে এসেছিল সেনা। এবার অতি মাড়ির বিরুদ্ধে এই লড়াইয়ের সহযোগিতা করতে এগিয়ে এলো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো)। ইসরোর বিক্রম সারাভাই স্পেস সেন্টারে একটি মেডিকেল অক্সিজেন কনসেনট্রেটর তৈরি করা হয়েছে। যার নাম দেওয়া হয়েছে শ্বাস। অক্সিজেন সাপোর্টে থাকার রোগীদের এই কনসেনট্রেটরটি অক্সিজেনের সমৃদ্ধ স্তর ৯৫ শতাংশের বেশি অক্সিজেন প্রদান করবে।

ইসরোর প্রস্তুত এই মেডিকেল অক্সিজেন কনসেনট্রেটর প্রেসার সুইং অ্যাডসোর্পশন-এর মাধ্যমে বায়ু থেকে নাইট্রোজেন গ্যাস আলাদা করে অক্সিজেনের পরিমাণ বাড়িয়ে তার রোগীদের সরবরাহ করবে। ১ মিনিটে প্রায় ১০ লিটার অক্সিজেন দিতে সক্ষম এই কনসেনট্রেটরটি। এর ফলে একই সময়ে দুজন রোগীকে চিকিৎসা করা সম্ভব হবে।

Related Articles

Back to top button
error: