টিডিএন বাংলা ডেস্ক: ঝটিকা সফরে সোমবার উত্তরবঙ্গ আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। মাত্র একদিনের সফরে সাংগঠনিক বৈঠক করার পাশাপাশি শিলিগুড়ির বেশ কয়েকটি পুজো মণ্ডপও ঘুরে দেখবেন তিনি। এক বিবৃতিতে বিজেপির মুখপাত্র অনিল বালুনি বলেন, ‘শিলিগুড়িতে পৌঁছনোর পর দলের নেতাদের সঙ্গে কয়েকটি বৈঠক করার কথা রয়েছে জেপি নাড্ডাজির। এর পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও তাঁর সঙ্গে দেখা করবেন।’