Newsদেশ

দুই দিনের ত্রিপুরা সফরে জেপি নাড্ডা, প্রস্তুত হবে নির্বাচনী কৌশল

টিডিএন বাংলা ডেস্ক: ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আজ, রবিবার থেকে ত্রিপুরায় দুদিনের সফর শুরু করেছেন। জানা গিয়েছে, বৈঠকে নাড্ডা আগামী বছরের ত্রিপুরা বিধানসভা নির্বাচনের কৌশল তৈরি করবেন। রবিবার রাতে নাড্ডা আগরতলায় রাজ্য অতিথি ভবনে বিজেপি ত্রিপুরা কোর কমিটির সাথে বৈঠক করেন। সোমবার বিজেপির সর্বভারতীয় সভাপতি সড়কপথে ত্রিপুরার উদয়পুরে রওনা দেবেন। এই যাত্রায় অনেক জায়গায় অভিনন্দন অনুষ্ঠানের আয়োজন করা হবে।

নাড্ডা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের কাছে ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় এবং পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মূর্তির পুষ্পস্তবক অর্পণ করবেন। তিনি ত্রিপুরার উদয়পুরের ঐতিহাসিক মাতাবাড়ি মন্দিরে প্রার্থনা করবেন এবং মঙ্গলা আরতিতে অংশ নেবেন। সোমবার, নাড্ডা বিজেপি পার্টি অফিস, উদয়পুর (ত্রিপুরা) এ একটি সাংবাদিক সম্মেলনে ভাষণ দেবেন। সংবাদ সম্মেলনের পর নাড্ডা রওনা হবেন খামালুংয়ের উদ্দেশ্যে।

Related Articles

Back to top button
error: