বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় প্রদান আজ
টিডিএন বাংলা ডেস্ক: রাম জন্মভূমি পর্বের পর দেশের সবচেয়ে আলোচিত ও সবচেয়ে অপেক্ষিত মামলা বাবরি মসজিদ ধ্বংসের ফায়সালা আজ দিতে চলেছে সিবিআইয়ের বিশেষ আদালত।
সুপ্রিম কোর্টের রায় প্রদানের মাধ্যমে রাম জন্মভূমি নিয়ে দেশে বিবাদ মিটলেও, বাবরি মসজিদ কারা ধ্বংস করেছিল এবং কাদের প্ররোচনায় উত্তেজিত জনতা বাবরি মসজিদ ধ্বংস করতে অগ্রসর হয়েছিল, তা নিয়ে দীর্ঘদিন ধরে মোকদ্দমা চলছিল সিবিআইয়ের বিশেষ আদালতে। আজ সেই মোকাদ্দমার চূড়ান্ত ফয়সালার মাধ্যমে দীর্ঘদিনের ঝুলে থাকা এই মামলার নিষ্পত্তি হবে বলে মনে করা হচ্ছে। সিবিআই আদালতের বিচারক এস কে যাদব চলতি মাসের ১৬ তারিখে এক বিশেষ ফরমানের মাধ্যমে এই মামলায় অভিযুক্ত প্রত্যেককে আজকের দিনে আদালতে হাজির থাকার জন্য নির্দেশ দিয়েছেন।
বাবরি মসজিদ ধ্বংস মামলায় মোট ৩২ জন অভিযুক্তের নাম উল্লেখ রয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজন ভিভিআইপি বিজেপি নেতার নামও শামিল রয়েছে। এই ভিভিআইপি বিজেপি নেতাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলেন প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানি। এল কে আদবানি ছাড়াও এই লিস্টে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুরলী মনোহর যোশী, উমা ভারতী ও বিনয় কাটিয়ারেরও নামও রয়েছে। ইতিমধ্যে কেন্দ্রীয় সংস্থা সিবিআই এদের প্রত্যেকের বিদ্বেষপূর্ণ বক্তব্য, জনতাকে উত্তেজিত করা ও শেষ পর্যন্ত বাবরি মসজিদকে ধ্বংস করার জন্য ক্ষিপ্ত জনতাকে প্ররোচিত করার বিভিন্ন নথিপত্র ও কিছু ভিডিও ক্লিপ আদালতের কাছে জমা করেছে।
এর আগে গত বছর রাম জন্মভূমি মামলার রায় প্রদানকালে সুপ্রিম কোর্টের বিচারপতি জানিয়েছিলেন, কোন বিশেষ স্থান অথবা স্থাপত্য নিয়ে মতবিরোধ থাকলেই সেই স্থাপত্যকে ভেঙে ফেলতে হবে। এটা ঠিক নয়। এটা সম্পূর্ণ আইনবিরুদ্ধ। নির্দিষ্ট স্থানে আগে কি ছিল আর কি ছিল না সেটা বিচার্য বিষয়। কিন্তু বিচারের আগেই সেটাকে ধ্বংস করা সম্পূর্ণভাবে আইনবিরুদ্ধ কাজ। সুতরাং যারা নির্দিষ্ট স্থানে থাকা মসজিদ কে ধ্বংস করেছে তাদেরকে আদালতের কাছে জবাবদিহি করতে হবে।
এদিকে আদালতের আজকের রায়ের ব্যাপারে বিজেপির তরফ থেকে আগাম কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন বিজেপি জল মেপে মাঠে নামতে চাইছে। আদালতের রায়ের ব্যাপারে আগাম মুখ খুলে বিজেপি বিতর্ক তৈরি করতে চাইছে না। বরং আদালত কি ফায়সালা দেয় তা জেনে নিয়ে পরবর্তী পদক্ষেপ নিতে চাইছে ভারতীয় জনতা পার্টি।