দেশ

বাবুলের সুর বদলকে চরম কটাক্ষ কবীর সুমনের

টিডিএন বাংলা ডেস্ক : কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন, তৃণমূলকে বহু কটাক্ষ করেছেন তিনি। তাঁর নিশানায় যেমন ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনি ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু এখন সে সব অতীত। পদ্মবনের মায়া কাটিয়েছেন অনেক আগেই। অরাজনৈতিক সাংসদ বাবুল সুপ্রিয় এখন তৃণমূলে।আর পতাকা বদল করতেই আক্রমণ শুরু। বিজেপি তো আছেই, এমনকী তৃণমূলেও অনেকেই আড়ালে আবডালে তাঁর সমালোচনা করছেন। তবে প্রকাশ্যে বাবুলের বিরুদ্ধে মুখ খুলেছেন যাদবপুরের প্রাক্তন তৃণমূল সাংসদ কবীর সুমন।

বাবুল রাজনৈতিকভাবে সুর বদল করেছেন ঠিকই। কিন্তু সেই সুরে সুর মেলাচ্ছেন না কবীর সুমন। পদ্ম ছেড়ে ঘাসফুলে যোগ দেওয়ায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। বাবুলের সঙ্গে তাঁর সঙ্ঘাতের ইতিহাস তুলে ধরে সুমন ফেসবুকে লিখেছেন, ‘বিজেপি সাংসদ ও মন্ত্রী শ্রীযুক্ত বাবুল সুপ্রিয় কিছু কাল আগে আমায় নিয়ে ফেসবুকে ঠাট্টা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে স্থূল ইঙ্গিত-পূর্ণ কথা লিখে। লিখেছিলেন ‘আপনার মমতাময়ী’। আমি তাঁকে কোনও কটূক্তি করিনি। আজ তিনি তৃণমূলে যোগ দিয়েছেন সশব্দে। তৃণমূলের বড় বড় নেতা তাঁকে বরণ করে নিয়েছেন। আমি তৃণমূলের সমর্থক। সদস্য নই। তৃণমূল দল কাকে টেনে নেবেন সেটা একান্তই তাঁদের ব্যাপার।”পাশাপাশি বাবুলকে ‘মুস্লিমবিদ্বেষী, এনআরসিপন্থী, বাংলা ও বাঙালি বিদ্বেষী’ বলেও আখ্যা দেন কবীর সুমন।

আক্রমণের ঝাঁজ বাড়িয়ে সংগীতকার আরও লিখেছেন, ”আমার বয়স হয়ে গেছে, কিন্তু এখনও দুর্বল নই। এবং আমি একা নই। যা পেয়েছি তা ফেরত দিয়ে তবে মরব।” ফেসবুক পোস্টে কবীর সুমন এও উল্লেখ করেন, কীভাবে তাঁকে বাবুল সুপ্রিয় ‘স্রেফ গায়ে পড়ে অপমান’ করেছিলেন। কিন্তু সেসময় সংগীতকার তাঁকে পালটা ‘অপমানে’র পথে হাঁটেননি। এবার সেসবই ফিরিয়ে দিচ্ছেন বলেও পোস্টে স্পষ্ট করে দিয়েছেন। কারণ, কবীর সুমন স্পষ্ট লিখেছেন, ”আদ্যন্ত শ্রীরামকৃষ্ণবাদী এই আমি মনে করি ছোবল মারব না, কিন্তু ফোঁস করব বৈকি।”

Related Articles

Back to top button
error: