কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা

টিডিএন বাংলা ডেস্ক: বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে এবার জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে কুকথা বলার জন্য কঙ্গনার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এমনটাই খবর সংবাদমাধ্যম সূত্রে।

উল্লেখ্য, বুধবার বিকেলে উদ্ধব ঠাকরের উদ্দেশে একটি ভিডিও বার্তায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে ‘তু’ বলে সম্বোধন করেন তিনি। ঠিক তারপরেই ভিডিওতে মুখ্যমন্ত্রীর সম্মানহানি করা, খারাপ ভাষায় কথা বলা, মুখ্যমন্ত্রীকে হুমকি দেওয়া প্রভৃতি অভিযোগ করে কঙ্গনার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর বম্বে হাইকোর্টে সেই মামলার শুনানি হওয়ার কথা।