দেশ

নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ কেজরিওয়াল ও তৃণমূলের ৪ সাংসদের

টিডিএন বাংলা ডেস্ক : দিল্লিতে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। যার জেরে উত্তাল রাজধানী। রাহুল গান্ধির পর নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে চরম বিক্ষোভের মুখে পড়েন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।অন্যদিকে আজ ওই পরিবারের সঙ্গে দেখা করতে যান তৃণমূলের ৪ সদস্যের একটি প্রতিনিধি দল। এদিন সংসদের অধিবেশন মুলতুবি হতেই সেখানে যান সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, প্রতিমা মণ্ডল, শান্তা ছেত্রী, মৌসম বেনজির নূর।

দিল্লির ক্যান্টনমেন্ট অঞ্চলের পুরানা নঙ্গল এলাকার বাসিন্দা ওই দলিত নাবালিকা গিয়েছিল শ্মশান থেকে ওয়াটার কুলারের জল আনতে। তারপর আর বাড়ি ফেরিনি সে। শ্মশানের মন্দিরের পুরোহিত ও তার সাঙ্গপাঙ্গরা তার অভিভাবককে জানায়, তাদের মেয়ে মারা গেছে। এমনকী পুলিশকেও খবর দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ।দেহটি জোর করে পুড়িয়ে দেওয়া হয় তার। গোটা ঘটনা প্রকাশ্যে আসতেই তোলপাড় দিল্লি। ঘটনার তিনদিন বাদে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে এসে বিক্ষোভের মুখে পড়েন কেজরিওয়াল। পরিবারকে ১০ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমাদের মেয়েকে তো ফিরিয়ে আনতে পারব না। ওই পরিবারের সঙ্গে যে অন্যায় করা হয়েছে, তার কোনও ক্ষতিপূরণ হয় না। তবুও আমাদের সরকারের তরফে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে এবং বিচারবিভাগীয় তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে।’ পাশাপাশি কেজরিওয়াল বলেন, ‘দিল্লিতে শাসনব্যবস্থা আরও কঠোর হওয়া উচিত। আমি কেন্দ্রের কাছে অনুরোধ জানাচ্ছি আইন ব্যবস্থা কঠোর করার।’


কংগ্রেস ও আপের পর এদিন নির্যাতিতা পরিবারের সঙ্গে দেখা করতে যান তৃণমূলের ৪ সদস্যের প্রতিনিধি দল। পরিবারকে সব রকম সাহায্যের প্রতিশ্রুতির পাশাপাশি তাঁদের পাশে থাকারও আশ্বাস দেন ওই সাংসদরা।

Related Articles

Back to top button
error: