দেশ

চলতি আর্থিক বছরই LIC ও ভারত পেট্রোলিয়ামকে বিলগ্নিকরণ করা হবে

টিডিএন বাংলা ডেস্ক : চলতি আর্থিক বছরেই এলআইসি ও ভারত পেট্রোলিয়ামের বিলগ্নিকরণ লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। সেই মতো তা ‘বিক্রি’র সময়ও চূড়ান্ত। সরকার ঠিক করেছে, এলআইসিকে শেয়ার বিক্রির মাধ্যমে ধীরে ধীরে বিলগ্নিকরণের দিকে নিয়ে যাওয়া হবে। আর ভারত পেট্রোলিয়ামের ক্ষেত্রেও যা করার দ্রুত করতে হবে। এলআইসি থেকে ১ লক্ষ কোটি টাকা আয় হবে বলে আশাবাদী সরকার। অন্যদিকে, ভারত পেট্রোলিয়ামের ১০ শতাংশ অংশিদারিত্ব একইভাবে বিক্রি করে ৬০ হাজার কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

মোদি সরকারের টার্গেট, আগামী বছর ফেব্রুয়ারি মাসের সাধারণ বাজেটের আগে এই সংস্থাগুলি বেচে ১ লক্ষ ৭৫ হাজার কোটি টাকার তহবিল নিশ্চিত করা। এর সঙ্গেই থাকবে আইডিবিআই ব্যাঙ্ক-সহ আরও দু’টি সরকারি ব্যাঙ্ক, একটি বিমা সংস্থা। অর্থনৈতিক মন্দা এমন পর্যায়ে গিয়েছে যে, বিলগ্নিকরণ ছাড়া সরাসরি বৃহৎ তহবিল গঠনের কোনও উপায়ই নেই। উল্লেখ্য, এর আগেই বিমা সংস্থার প্রথমবার শেয়ার ছাড়ার (আইপিও) প্রস্তাবে অনুমোদন দেয় অর্থনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটি (সিসিইএ)। এবার কত পরিমাণ শেয়ার ছাড়া হবে, দাম কত হবে, কোন সময় ছাড়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের নেতৃত্বাধীন একটি প্যানেল।

Related Articles

Back to top button
error: