টিডিএন বাংলা ডেস্ক: বুধবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁর সরকারী বাসভবনে বাঙ্গারমাউ (উন্নাও) বিধানসভা উপনির্বাচনের জন্য বুথ, সেক্টর ও মন্ডলের অফিসারদের ভার্চুয়াল বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে বলেন, যারা দারিদ্র্য ও দরিদ্রদের লাশ নিয়ে রাজনীতি করেন তারা কখনও দরিদ্রের পক্ষে বন্ধুত্ব করতে পারেন না। এ জাতীয় লোকেদের মুখোশগুলো এবার খুলে পড়ছে।
এদিন ভার্চুয়াল বৈঠকে বিরোধী দলগুলোকে একহাত নিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন,”স্বাধীনতার পর থেকে এই লোকেরা কখনও দরিদ্রের কল্যাণ চায়নি। তাদের জন্য দরিদ্র ও দারিদ্র্য বিমোচনের স্লোগান কেবল একটি ভোট ব্যাংক ছিল। আজও তাদের মানসিকতা একই রয়ে গেছে। সুতরাং, দরিদ্রদের লাশ নিয়ে রাজনীতি করতে তারা ক্ষান্ত হন না। এরকম মুখগুলো এবার প্রকাশ্যে আসছে। সরকার এদের প্রত্যেককে চিহ্নিতকরণ আইনী পদক্ষেপ নেবে।”
মুখ্য মন্ত্রী আরো বলেন,”আমাদের চিন্তাভাবনা বৈষম্য ছাড়া সম্পূর্ণ স্বচ্ছতার সাথে অগ্রগতি, সুরক্ষা এবং সুশাসনের প্রচার করা। আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব ও নির্দেশনায় এই ধারাবাহিকতা চালিয়ে যাচ্ছি। গত ছয় বছর ধরে উত্তরপ্রদেশ দেশের প্রতিটি সেক্টরে (অবকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, বিনিয়োগ ইত্যাদি) এবং প্রায় সাড়ে তিন বছরে অভূতপূর্ব বিকাশ পেয়েছে। এই আমূল পরিবর্তন উত্তরপ্রদেশ সম্পর্কে দৃষ্টিভঙ্গিকে বদলে দিয়েছে।”
এরপরে তিনি আরো বলেন,”আমাদের জন্য দেশ সবার আগে এবং রাজনীতি সেই সেবা করার উপায়। বিরোধীদলের জন্য রাজনীতি ব্যবসা। নিজেদের ব্যবসা চালানোর জন্য তারা যেকোনো সীমালংঘন করতে পারেন। সিএএর বিরোধ থেকে শুরু করে সাম্প্রতিকতম কিছু ঘটনা এর প্রমাণ। ওরা প্রত্যেকটি বিষয়কে জাতি, সম্প্রদায়, ধর্ম এবং এলাকার আঙ্গিকে দেখেন। সমাজকে ভাগ করে নিজেদের ভোটব্যাঙ্ক বাঁচানোর জন্য যে কোন উপায় অবলম্বন করতে পারেন। কিন্তু এদের মনস্কামনা কোনদিন সফল হবে না।”
এরপর উন্নাওয়ের পৌরাণিক গুরুত্বের কথা উল্লেখ করে যোগী আদিত্যনাথ বলেন,”চন্দ্রশেখর আজাদ এর মত মহান ক্রান্তিকারী, সূর্যকান্ত ত্রিপাঠী নিরালার মত মহান রচয়িতার এই জন্মভূমি। মা গঙ্গার সান্নিধ্য গৌরবের বিষয়।”
এর পর ফের একবার বিকাশের বিরুদ্ধে প্রচেষ্টাকারী শক্তিগুলিকে মুখোশের আড়াল থেকে টেনে আনার বার্তা নিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন,”বিকাশে বাধা প্রদানকারী শক্তিগুলিকে প্রকাশ্যে নিয়ে আসুন। আপনারা যে বিচারধারার, যে নেতৃত্তের কাছ থেকে আপনারা প্রেরণা এবং মার্গ দর্শন পান তার সাথে বিরোধীদের কোন তুলনা নেই। আপনাদের শক্তি এবং সংহতির জন্য আপনাদের বিজয় সুনিশ্চিত।”