দেশ

আট রাজ্যের রাজ্যপাল বদল করল মোদী সরকার , তৃণমুলের অস্বস্তি বাড়িয়ে ধানকার অপরিবর্তিত

টিডিএন বাংলা ডেস্ক :  কেন্দ্রে নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা নিয়ে গত বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। সেই প্রক্রিয়া বলতে মঙ্গলবার থেকে শুরু হয়ে গেল। কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজস্থানের বিজেপি নেতা থাওয়ারচাঁদ গেহলটকে মন্ত্রিসভা থেকে সরিয়ে কর্নাটকের রাজ্যপাল পদে নিয়োগ করা হল। সেই সঙ্গে বদল করা হল ৮ রাজ্যের রাজ্যপাল।

বিজেপি দলনেতা ছিলেন থাওয়ারচাঁদ। সেই সঙ্গে কেন্দ্রে সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন। তাঁকে রাজ্যপাল করার অর্থ মন্ত্রিসভায় একটি শূন্য পদ তৈরি হওয়া। পর্যবেক্ষকদের মতে, শুধু সেই শূন্যপদ পূরণ করা নয়, এর ইঙ্গিত হল শিগগির মন্ত্রিসভায় সামগ্রিক রদবদল হবে। প্রবীণ নেতাকে যেমন রাজ্যপাল করা হচ্ছে, তেমনই নবীন মুখ আসতে পারে মন্ত্রিসভায়।

মিজোরামের রাজ্যপাল পিএস শ্রীধরণ পিল্লাইকে গোয়ার রাজ্যপাল করা হয়েছে। মিজোরামের নতুন রাজ্যপাল হয়েছেন হরিবাবু কাম্ভামপাতি। হরিয়ানার রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্যকে পাঠানো হয়েছে ত্রিপুরাতে। ত্রিপুরার রাজ্যপাল রমেশ ব্যাসকে পাঠানো হয়েছে ঝাড়খণ্ডের রাজ্যপাল করে। হিমাচল প্রদেশের রাজ্যপাল ছিলেন বন্দারু দত্তাত্রেয়। তাঁকে হরিয়ানার রাজ্যপাল করা হয়েছে। হিমাচল প্রদেশের নতুন রাজ্যপাল হয়েছেন রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকর। অন্য দিকে মধ্যপ্রদেশের রাজ্যপাল হয়েছেন মঙ্গুভাই ছঙ্গনভাই পটেল।

পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়কে বদলের দাবিতে সরব হয়েছিল তৃণমূলসহ রাজ্যের বিরোধী বিভিন্ন্ দলগুলো। এই বিষয়ে রাষ্ট্রপতিরও দ্বারস্থ হয়েছে তৃণমুল ।এই বিরোধিতার মধ্যেই আট রাজ্যের রাজ্যপাল বদল করা হলেও মোদী সরকার ধনকার কে অপরিবর্তিত রাখলেন। তিনি মেয়াদ শেষ হওয়া পর্যন্ত রাজ্যপাল পদে থাকবেন তা একপ্রকারের নিশ্চিত হিসেবে দেখছে অনেকে।

পশ্চিমবঙ্গের বিভিন্ন বিষয় নিয়ে রাজ্যসরকার ও কেন্দ্রের দ্বৈরথ আরও ভয়াবহ আকার ধারন করবে , রাজ্যপাল কে নিয়ে এতো অভিযোগের পরও তার গুরুত্ব না দেওয়া সে ইঙ্গিত দিচ্ছে।

Related Articles

Back to top button
error: