দেশের আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য জাতীয় শিক্ষানীতি গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

টিডিএন বাংলা ডেস্ক: সোমবার উচ্চ শিক্ষায় রূপান্তরকামী সংস্কারের জন্য ‘জাতীয় শিক্ষানীতি নীতিমালার ভূমিকা ২০২০’ বিষয়কে কেন্দ্র করে গভর্নর সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সম্মেলনে রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক, শিক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় ধোত্রে, নতুন শিক্ষানীতি বিষয়ক চেয়ারম্যান ডাঃ কে কস্তুরিরঙ্গন সহ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এবং গভর্নর, লেফটেন্যান্ট গভর্নর ও সকল রাজ্যের শিক্ষামন্ত্রীরা উপস্থিত ছিলেন। এছাড়াও সমস্ত রাজ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা, রাজভবনের অধ্যক্ষ সচিব এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির উচ্চশিক্ষা বিভাগের প্রধান সচিবরা অংশগ্রহণ করেছিলেন।

নতুন শিক্ষানীতি ২০২০ এর ভার্চুয়াল সম্মেলনে বক্তব্য পেশ করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, জাতীয় শিক্ষানীতি আজকের প্রসঙ্গে অত্যন্ত প্রাসঙ্গিক। এই নীতিটিতে শিক্ষাজীবনে শত বছরের অভিজ্ঞতা রয়েছে। দেশের আকাঙ্ক্ষা পূরণে জাতীয় শিক্ষানীতি গুরুত্বপূর্ণ।শিক্ষানীতি ও শিক্ষা ব্যবস্থার দায়িত্ব কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং স্থানীয় সংস্থার সাথে জড়িত। তিনি বলেন যে, শিক্ষানীতিতে সরকারের হস্তক্ষেপ এবং এর প্রভাব ন্যূনতম হওয়া উচিত। শিক্ষানীতির সাথে যত বেশি সংখ্যায় শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা যুক্ত হবেন, এর প্রাসঙ্গিকতা তত বেশি হবে।