HighlightNewsদেশ

মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে শুভকামনা জানানোর সাথেই মদ এবং পুল ভাঙ্গা প্রসঙ্গে কটাক্ষ করে টুইট লালু পুত্র তেজ প্রতাপ যাদবের

টিডিএন বাংলা ডেস্ক: আজ সপ্তমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন নীতীশ কুমার। ১৫ জন মন্ত্রীসহ এদিন নীতীশ কুমার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পরেই একে একে টুইটারে ভেসে উঠতে থাকে শুভকামনা বার্তা। প্রথমেই শুভেচ্ছাবার্তা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি কেন্দ্রের তরফ থেকে বিহারের উন্নতির জন্য সমস্ত রকম সহায়তার আশ্বাস দেন তিনি। এদিকে, বিহারের জনমত চুরি করে শাসনতন্ত্রের অভিমত কায়েম করার অভিযোগে এদিনের শপথগ্রহণ সমারোহ বয়কট করে বিরোধী মহাজোট। তবে অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে নীতীশ কুমারের শপথ গ্রহণ করার পরেই তাকে শুভেচ্ছা বার্তা জানান লালু যাদব রাষ্ট্রীয় জনতা দল নেতা তেজ প্রতাপ যাদব। যদিও শুভেচ্ছা বার্তার পাশাপাশি বিহারে মদের নিষেধাজ্ঞা এবং উদ্বোধনের আগেই ব্রিজ ভেঙে পড়ার প্রসঙ্গ তুলে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি। নিজের ওই টুইট বার্তায় তেজ প্রতাপ যাদব লেখেন,”আদরণীয় নীতীশ কুমারজিকে সপ্তমবার মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার জন্য হার্দিক শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করছি যে এবার আর ইঁদুররা মদের নেশায় কোন বাঁধ ভেঙে ফেলতে পারবে না এবং উদ্বোধনের আগেই কোন পুল ভেঙে পড়বে না…!”

Related Articles

Back to top button
error: