টিডিএন বাংলা ডেস্ক: সম্প্রতি প্রকাশিত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের বইয়ে মনমোহন সিংয়ের প্রশংসা করলেও মোদির নাম নেননি ওবামা। একাধিক টুইট করে বিজেপিকে তীব্র কটাক্ষ করলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। তিনি লিখেছেন, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বইয়ে মনমোহন সিংয়ের ভূয়সী প্রশংসা করা হলেও কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামই নেওয়া হয়নি। ৯০২ পাতার ওই বইয়ে কোথাও তার নামও নেই। যেখানে ওবামা মনমোহন সিংকে জ্ঞানী, চিন্তাবান ও সৎ মানুষ হিসেবে উল্লেখ করেছেন। তাঁর প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করেছেন। সেখানে বর্তমান প্রধানমন্ত্রীর জন্য একটি শব্দও ব্যবহার করেননি