দেশ

নয়া শিক্ষানীতির নতুন পাঠক্রম দুই বছর পর শুরু হবে, জানালেন নরেন্দ্র মোদী

টিডিএন বাংলা ডেস্ক: নতুন জাতীয় শিক্ষানীতির নয়া পাঠক্রম দুই বছর বাদে ২০২২সাল থেকে কার্যকর হবে বলে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার একবিংশ শতাব্দীতে বিদ্যালয় শিক্ষা নিয়ে অনুষ্ঠানে একথা ঘোষণা করেন তিনি। নরেন্দ্র মোদি বলেন, দুই বছর বাদে আমাদের স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি পালনের সময়ে নয়া শিক্ষানীতির নয়া পাঠক্রম চালু করতে চলেছি। নয়া শিক্ষানীতি নিয়ে ভাষার প্রশ্নে ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে। এনিয়ে মোদী বলেন, মাতৃভাষাতে প্রাথামিকে শিক্ষাদানের কথা বলা হয়েছে। স্কুলে পঞ্চম শ্রেণি অবধি মাতৃভাষায় শিক্ষার কথা বলা হয়েছে। এতে কারোরই বিরোধিতা নেই বলে তিনি জানান। তিনি বলেন, নয়া শিক্ষানীতি নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে। প্রশ্ন থাকা সঙ্গত। শিক্ষা মন্ত্রকের পোর্টালে এনিয়ে পরামর্শ চাওয়া হয়েছিল। ১৫ লক্ষ পরামর্শ এসেছে। তা খতিয়ে দেখা হয়েছে বলে দাবি প্রধানমন্ত্রীর। তিনি জানান, এই শিক্ষানীতিতে বিদ্যালয় শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করলেও তার অর্থের সংস্থান সংক্রান্ত কোনও পরিকল্পনার কথা জানাননি। নয়া শিক্ষানীতিতে তার উল্লেখ নেই। ভাষণেও এনিয়ে কোনও আশ্বাস মেলেনি। গণশক্তি

Related Articles

Back to top button
error: