দেশ

করোনায় কামাল দেখাচ্ছে নাইট্রিক অক্সাইড! কলকাতায় শুরু হচ্ছে ট্রায়াল

টিডিএন বাংলা ডেস্ক : করোনা চিকিৎসায় জব্বর কাজ হচ্ছে নাইট্রিক অক্সাইডে। বিষয়টি নিশ্চিত হতে চলতি মাসেই কলকাতায় শুরু হচ্ছে ক্লিনিক্যাল ট্রায়াল। তবে প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালে বোঝা গেছে এটি করোনা চিকিৎসায় সুরক্ষিত দাওয়াই।

নাইট্রিক অক্সাইড যা এতদিন ব্যবহার করা হতো উচ্চ রক্তচাপে জীবনদায়ী ওষুধ হিসেবে, এখন তাই সামাল দেবে করোনা। দেশীয় সংস্থার তৈরি এই স্প্রে ব্যবহার করে দেখা গিয়েছে, মৃদু উপসর্গ যাদের সে ক্ষেত্রে মাত্র ৩ দিনে ৯৯% ভাইরাস গায়েব হয়ে যাচ্ছে। ভাইরাসের বংশবৃদ্ধি আটকে দিচ্ছে এই নাইট্রিক অক্সাইড। দেশের ১০টি শহরে ৩০৬ জন রোগীর ওপর ওষুধটির ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হচ্ছে খুব শীঘ্রই। পূর্ব ভারতের একমাত্র কেন্দ্র হিসেবে পরিচিত কলকাতার পিয়ারলেস হাসপাতাল ক্লিনিক্যাল ট্রায়াল হবে। কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থার ছাড়পত্রের পর ওই বেসরকারি হাসপাতালের এথিক্স কমেটি এই ট্রায়ালের অনুমতি দিয়েছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, দুটি নাকে, দুটি করে পাফ দিনে ছ’বার নিতে হবে রোগীদের। তারপর ভাইরাল লোড পরীক্ষা করা হবে বেশ কয়েকদিন। খুব বেশি হলে ৫ দিন হাসপাতালে আসতে হবে ট্রায়ালে অংশগ্রহণকারী ওই স্বেচ্ছাসেবক করোনা রোগীদের। চিকিৎসকরা বলছেন একমাত্র উপসর্গহীন অথবা মৃদু উপসর্গযুক্ত করোনা রোগীর ওপর গোড়াতেই এই স্প্রে ব্যবহার করতে হবে। অন্যথায় সুফল মিলবে না।

Related Articles

Back to top button
error: