দেশ

স্যার, ম্যাডাম বলার যুগ শেষ! নির্দেশ কেরল গ্রাম পঞ্চায়েতের

টিডিএন বাংলা ডেস্ক : পঞ্চায়েত অফিসে ‘স্যার’ কিংবা ‘ম্যাডাম’ বলার দিন শেষ। জনসাধারণ এবার থেকে গ্রাম পঞ্চায়েত অফিসের আধিকারকিদের নাম ধরে ডাকবেন। এমনকী পদ অনুযায়ীও সম্বোধন করা যাবে। গ্রামবাসীদের কাছে যুগান্তকারী এমনই আর্জি জানাল কেরলের গ্রাম পঞ্চায়েত।

উত্তর কেরলের মথুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। জনসাধারণের উদ্দেশে আর্জি জানানো হয়েছে, যারা পরিষেবা নিতে আসবেন, তারা যেন আধিকারিকদের স্যার বা ম্যাডাম বলে না ডাকেন। কেন এমন সিদ্ধান্ত? সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের দূরত্ব কমাতে এই পদক্ষেপ।দূরত্ব কমাতে পঞ্চায়েত অফিসের আধিকারিকদের নাম বা পদ অনুযায়ী ডাকলেই চলবে। যাতে জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকদের প্রতি মানুষের আস্থা বাড়ে, তাই এমন ঐতিহাসিক পদক্ষেপ করা হয়েছে। সম্প্রতি একটি বৈঠকে সর্বসম্মতভাবে পঞ্চায়েত বোর্ড এই সিদ্ধান্ত নেয়। কংগ্রেস পরিচালিত ১৬ সদস্যের এই বোর্ডে ৭ জন সিপিএম এবং একজন বিজেপি সদস্যও সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন।

গ্রাম পঞ্চায়ের সহ-সভাপতি পি আর প্রসাদ বলেছেন, “গণতন্ত্রে মানুষই প্রভু। জনপ্রতিনিধি এবং আধিকারিকরা সাধারণ মানুষকে সেবা করার জন্য। তাই তাঁদের কাজের জন্য আমাদের প্রভু সম্বোধন করার দরকার নেই।”

Related Articles

Back to top button
error: