দেশ

সরকার নয়, একমাত্র সংস্কারই ধর্ষণ থামাতে পারে, মন্তব্য উত্তরপ্রদেশের বিজেপি বিধায়কের

টিডিএন বাংলা ডেস্ক: সরকার বা প্রশাসন নয়, একমাত্র সংস্কারই ধর্ষণ থামাতে পারে। এমনই মন্তব্য করলেন উত্তরপ্রদেশের বালিয়া বিধানসভায়র বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং। শনিবার সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সুরেন্দ্র সিংকে এক সাংবাদিক জিজ্ঞাসা করেন, “রামরাজ্য বলার পরেও এখানে কেন ধর্ষণের এত ঘটনা ঘটছে?” জবাবে তিনি বলেন, “এটা সব মা-বাবার কর্তব্য তাঁদের মেয়েদের ভাল সংস্কার দেওয়া, একটা সাংস্কৃতিক পরিবেশে তাদের বড় করা। আমি একজন বিধায়ক হওয়ার সঙ্গে সঙ্গে একজন শিক্ষক। ধর্ষণের মতো ঘটনা শুধুমাত্র সংস্কার দিয়েই থামানো যায়, শাসন বা তলোয়ার দিয়ে নয়। এটা আমার ধর্ম, সরকারের ধর্ম, কিন্তু পরিবারেরও ধর্ম। যখন সরকার সুরক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, তখন পরিবারও সন্তানদের মধ্যে ভাল সংস্কার তৈরি করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সংস্কার ও সরকার মিলেই এক উজ্জ্বল দেশ তৈরি করতে পারবে। এছাড়া কোনও উপায় নেই।”

Related Articles

Back to top button
error: