দেশ

এককাট্টা বিরোধীরা, পেগাসাসকাণ্ডে সংসদের ২ কক্ষে আলোচনার দাবি

টিডিএন বাংলা ডেস্ক : পেগাসাস ইস্যুর সঙ্গে জাতীয় নিরাপত্তা জড়িত। সংসদের উভয় কক্ষেই এই বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে। একটি যৌথ বিবৃতিতে এই দাবি জানালো ১৪টি বিরোধী দল। বিবৃতিতে তিন কৃষি আইন নিয়ে আলোচনার দাবিও তুলেছে বিরোধী দলগুলো।

এই বিবৃতিতে ১৪টি দলের মোট ১৮ জন সাংসদের নাম রয়েছে। যে ১৪টি দলের নাম রয়েছে বিবৃতিতে সেগুলো হলো – কংগ্রেস, এনসিপি, তৃণমূল কংগ্রেস, সিপিআইএম, সিপিআই, শিবসেনা, ডিএমকে, এসপি, আরজেডি, আপ, এনসি, আইইউএমএল, আরএসপি এবং এলজেডি।

বাদল অধিবেশনের ঠিক আগে প্রকাশ্যে আসে পেগাসাস ইস্যু। নিউজ পোর্টাল দ্য ওয়ারের প্রতিবেদন অনুযায়ী, ইজরায়েলের ওই স্পাইওয়ার দিয়ে ফোনে কান পাতা হয়েছিল সমাজের বহু বিশিষ্টজনের। প্রত্যাশা মতোই অধিবেশন শুরু হতেই সংসদে সুর চড়ান সরকার পক্ষ বিরোধী সব রাজনৈতিক দল। যদিও সরকার নিজেদের অবস্থানে অনড়। কেন্দ্রের কথায়, পেগাসাস একটা নন ইস্যু। অযথা এই নিয়ে শোরগোল করছে বিরোধীরা।

অন্যদিকে নাছোড় বিরোধীরাও। বিরোধীদের তরফ থেকে জারি করা যৌথ বিবৃতিতে বলা হয়েছে – এটা দুর্ভাগ্যজনক যে সরকার ঐক্যবদ্ধ বিরোধীদের নামে কুৎসা রটানোর জন্য বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছে।এই অচলাবস্থার দায় সরকারের।সরকারের উদ্ধত ও অহংকারী মনোভাবের জন্য এবং সংসদের উভয় কক্ষে বিরোধীদের তোলা আলোচনার দাবি মেনে না নেওয়ার জন্য এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে।”যৌথ বিবৃতিতে পেগাসাস কান্ড নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জবাব দাবি করেছেন বিরোধীরা।

Related Articles

Back to top button
error: